বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির আরো ৮৮ সদস্য

| May 5, 2024

জেলা প্রতিনিধি, কক্সবাজার: জেলার টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আরো ৮৮ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

রবিবার (৫ মে) টেকনাফের শাহপরীর সাবরাং ইউনিয়ন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।

জানা গেছে, পালিয়ে আসা বিজিপি সদস্যরা নৌকায় নাফ নদী পেরিয়ে টেকনাফের সাবরাং সীমান্তে কোস্ট গার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করে। বর্তমানে তাদের কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে।

ফের বাংলাদেশে ঢুকলো ৪০ বিজিপি সদস্য

স্থানীয়দের সূত্রে জানা যায়, এদিন সকালে নাফ নদী পেরিয়ে টেকনাফের সাবরাং সীমান্তে অস্ত্রসহ বিজিপির ৮৮ সদস্য টেকনাফ কোস্ট গার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন।

এর আগে কয়েক দফায় পালিয়ে আসা সেনা, বিজিপি ও ইমিগ্রেশন শাখার ৬১৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। গত ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে ২৮৮ জন বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এ ছাড়া গত ১৫ ফেব্রুয়ারি উখিয়ার ইনানী জেটিঘাট দিয়ে ৩৩০ জন বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে একইভাবে ফেরত পাঠানো হয়।

স্বাআলো/এস