সম্পাদকীয়

এবার ফুল ধ্বংসের পথ ধরেছে দুর্বত্তরা

| October 22, 2023

এবার ফুলের সাথে শত্রুতা শুরু করেছে দুর্বৃত্তরা। যশোরের ঝিকরগাছা উপজেলার এক কৃষকের গোলাপ ক্ষেতে ঘাস মারা ওষুধ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ১৫ অক্টোবর রাতে দুর্বৃত্তরা এই ক্ষতি করে। নীলকণ্ঠনগর গ্রামের এই ক্ষতিগ্রস্থ কৃষকের নাম সাইফুল ইসলাম। তিনি ৩৫ শতক জমিতে গোলাপের চাষ করেন। এর মধ্যে ১০ শতক পুরনো ও ২৫ শতক চার মাস আগে ভারত থেকে ছয় হাজার চারা এনে রোপণ করেন। এতে তার ব্য হয়েছে পাঁচ লাখ টাকা। পুরনো গাছগুলোতে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ ফুল উঠতো। আর নতুন গাছে সবেমাত্র কুড়ি এসেছে। সব মিলিয়ে এ মৌসুমে তার ফুল থেকে ১০ লাখ টাকা আসতো। তিনি এ কাজে ব্যাংক থেকে চার লাখ টাকা ঋণ নিয়েছেন।

ঝিকরগাছা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ ক্ষেত পরিদর্শন করেছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, দুর্বৃত্তদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।

গ্রামাঞ্চলে কৃষকদের ঘায়েল করার এক মোক্ষম কৌশল বের করেছে দুর্বৃত্তরা। কোনো কৃষকের সাথে যদি কারো দ্বন্দ্ব কলহ হয় তাহলে প্রকাশ্যে কৃষকের বিরুদ্ধে কিছু না করে তার ফসল নষ্ট করে দিয়ে তাকে সর্বস্বান্ত করা হচ্ছে। এমন ধরনের ঘটনা সন্ত্রাসীরা প্রায়শ ঘটাচ্ছে। গণমাধ্যমের খবরে জানা গেছে, বিভিন্ন এলাকায় প্রায় এ ধরণের ঘটনা ঘটছে।

গ্রাম এলাকায় একটা কথা প্রচলিত আছে, ‘এক জায়গায় চাঁদ উঠলে সব জায়গায় ওঠে।’ ফসল নষ্ট করে কৃষককে ক্ষতি করার দুর্বৃত্তদের এ কৌশল সব জায়গায় শুরু হয়েছে।

ফসল যারা ক্ষতি করতে পারে তারা পারে না এমন কোনো অপরাধ নেই তাদের কাছে। এদের দমনে শৈথিল্য প্রদর্শন জাতির ক্ষতিকে তরান্বিত করার শামিল। ফসল নষ্ট করার কয়েকটি ঘটনা থেকে যা জানা গেছে তাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বেশুমার ক্ষতির যে বর্ণনা আমরা পেয়েছি তাতে ওই কৃষকরা সর্বস্বান্ত হয়ে গেছেন। ফসল ক্ষতিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এক দিন দেখা যাবে কৃষকরা উৎপাদনে নিরুৎসাহিত হচ্ছে, যা জাতির জন্য শুভ খবর নয়। এমন একটি অবস্থা হবার আগেই ফসল হন্তারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Shadhin Alo

Leave a Reply