Uncategorized

ঘূর্ণিঝড় মিধিলি: পটুয়াখালীতে সাড়ে ৪৭ কোটি টাকার ফসলের ক্ষতি

| November 19, 2023

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় মিধিলি প্রভাবে ১৮ হাজার ৮২২ হেক্টর রোপা আমনসহ ২২ হাজার ৭৬২ হেক্টর খেসারি, শাকসবজি, মরিচ, সরিষা ও তরমুজ ফসলের ক্ষতি হয়েছে। এতে ৪৭ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকার পরিমান ক্ষতি এবং ৪৪ হাজার ৯০৬ টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।

দুই দিনে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় জেলার আটটি উপজেলায় এক লাখ ৯৬ হাজার ৯৭৪ হেক্টর রোপা আমনের আংশিকভাবে ক্ষতি হয়েছে ১৮ হাজার ৮২২ হেক্টর। টাকার হিসাবে ক্ষতি ৩৫ কোটি ৯৯ লাখ টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার হচ্ছে ৩২ হাজার ৪৫৯। এ ঘূর্ণিঝড়ে আবাদকৃত চার হাজার ৫০০ হেক্টর খেসারি ডালের মধ্যে আক্রান্ত হয়েছে তিন হাজার হেক্টর। টাকায় ক্ষতি হয়েছে চার কোটি ৮০ লাখ টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক চার হাজার। আবাদকৃত শাকসবজির ক্ষতি হয়েছে ২০০ হেক্টর। টাকায় ক্ষতি হয়েছে ছয় কোটি ৯৬ লাখ টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক আট হাজার ৪৪৭ জন। ৮০ হেক্টর মরিচ আবাদের ক্ষতির পরিমান আট হেক্টর। টাকায় ক্ষতি ৪০ লাখ টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক ৫০ জন। এছাড়া আবাদকৃত সরিষা শস্যের ক্ষতির পরিমান ১৮ হেক্টর। টাকায় ক্ষতি ২৪ হাজার টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক হচ্ছে ৬২ জন। ১৫০ হেক্টর আবাদ তরমুজের ক্ষতির পরিমান ১০০ হেক্টর। টাকায় ক্ষতি হয়েছে ৩০ লাখ টাকা।

এতে ৫০০ কৃষক ক্ষতির শিকার হয়েছেন বলে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে জানা গেছে।

পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বোতলবুনিয়া গ্রামের কৃষক মজিবর বলেন, ঘূর্ণিঝড়ে ৯০ শতাংশ জমিতে লাগানো লাউ গাছ, বেগুন চারা, পেঁপে গাছ, শসা, টমেটো প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পথের ভিখারি হয়ে গিয়েছি।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply