সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না ভারত। তবে ১৫০ গজের বাইরে নির্মাণে বাংলাদেশের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান।
তিনি বলেন, ভারতকে এসব নির্মাণ কাজ করতে দেয়া হবে না।
এ প্রসঙ্গে তিনি আরো জানান, বিষয়টি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। শিগগিরই ভারতীয় হাই কমিশনারকে ডেকে বিস্তারিত প্রতিবাদ জানানো হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে ভারত কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে। বর্তমানে ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তের ৩,২৭১ কিলোমিটার অংশে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে। তবে বাকি ৮৮৫ কিলোমিটারের কাজ এখনো বাকি রয়েছে।
সম্প্রতি ভারত লালমনিরহাটের তিন বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া এবং নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। কিন্তু দুদেশের চুক্তি অনুসারে, এ ধরনের উন্নয়ন কার্যক্রম পারস্পরিক আলোচনা ছাড়া করা যাবে না। ভারতের একতরফা সিদ্ধান্ত তাই বাংলাদেশ মেনে নেয়নি।
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সময় লালমনিরহাটের তিন বিঘা করিডোর এবং নওগাঁর পত্নীতলায় ভারতীয় কার্যক্রম বন্ধ করে বিজিবি। বাংলাদেশের জনগণের প্রতিবাদেও ভারত পিছু হটতে বাধ্য হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ সীমান্তে যেকোনো উন্নয়ন কাজের জন্য আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সীমান্তে একতরফা পদক্ষেপ গ্রহণ কখনোই মেনে নেয়া হবে না।
স্বাআলো/এস