খুলনা বিভাগ

সাতক্ষীরা সীমান্তে কৃষকের জমি চাষে বিএসএফের বাধা

| January 12, 2025

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে নজরুল ইসলাম গাজী নামের এক কৃষকের সীমান্ত সংলগ্ন জমি চাষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়াকে কেন্দ্র করে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তের তিন নং মেইন পিলারের দুই ও তিন নম্বর সাব পিলারের মধ্যবর্তী শূন্যরেখা বরাবর বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে চার সদস্যের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের লেঃ কর্ণেল আশরাফুল হক।

চার সদস্য বিশিষ্ঠ বিএসএফের নেতৃত্বে দেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড রমেশ কুমার।

লক্ষীদাঁড়ি গ্রামের শাহীন গাজী জানান, তার বাবা নজরুল গাজী তাদের বাড়ির দক্ষিণ পাশে এক বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ফসলের চাষ করে আসছেন। শনিবার দুইজন শ্রমিক নিয়ে ওই জমিতে বাবা চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাধা দেন। ওই জমি ভারতের বলে তারা দাবি করে। বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা জানতে পেরে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানায়।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সুবেদার জহির আহম্মেদ ও ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জানান, পতাকা বৈঠকে সীমান্তের অমীমাংসিত জমি নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের সার্ভেয়রদের নিয়ে জমি মাপা হবে। মাপ শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষই শূন্য রেখা এলাকায় নির্মাণ কাজ না চালানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তবে সাতক্ষীরা সীমান্তে কোনো উত্তেজনা নেই বলে জানান ওই দুই বিজিবি কর্মকর্তা।

স্বাআলো/এস

Debu Mallick