মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন যে গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুদ্ধবিরতির চেষ্টায় জড়িত কিছু ব্যক্তির সঙ্গে কথা বলার পর তিনি এ বিষয়ে আশাবাদী বলে জানান। খবর আল জাজিরার।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি মনে করি এটা খুব কাছাকাছি। আমি এ বিষয়ে সম্পৃক্ত কিছু লোকের সঙ্গে কথা বলেছি।”
তিনি আরো বলেন, “আমি মনে করি আগামী সপ্তাহের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে যাচ্ছি।” তবে তিনি কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এদিকে জর্ডানের আম্মান থেকে আল জাজিরার প্রতিবেদক নুর ওদেহ বলেছেন, ট্রাম্পের মন্তব্য গাজার ক্ষুধার্ত ও বোমা বিধ্বস্ত জনগণের জন্য ‘খুশির সংবাদ’। তবে তিনি সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে ওই অঞ্চলের কোথাও কোনো আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে না।
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো ৫২ ফিলিস্তিনি নিহত
তিনি বলেন, আমরা যা জানি তা হলো ইসরায়েল ও ইরানের মধ্যে পরিস্থিতির পর যুদ্ধবিরতির আলোচনা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল যুদ্ধ শেষ করার বিষয়ে কথা বলতে চায় না। আসলে ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি তা করেন তবে তিনি অনেক ঝুঁকি নেবেন। তিনি আরও বলেন, অনেক প্রতিবেদন অনুসারে, একটি বোঝাপড়া রয়েছে যে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তির বিনিময়ে নেতানিয়াহুকে এক ধরণের যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে, যা ট্রাম্প প্রশাসন প্রচার করেছে।
অন্যদিকে হামাস দাবি করেছে যে ইসরায়েল গাজার বিরুদ্ধে তাদের যুদ্ধ বন্ধ করুক এবং মার্চ মাসে সর্বশেষ যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজার দখলকৃত এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে সরে যেতে হবে।
হামাস আরো চায় যে আলোচনা অব্যাহত থাকবে এবং আলোচনার জন্য আরও সময় প্রয়োজন হলে ইসরায়েল আর যুদ্ধবিরতি ভঙ্গ করবে না এমন প্রতিশ্রুতি দেয়া হোক।
স্বাআলো/এস