খুলনা বিভাগ

কমপ্লিট শাটডাউনে স্থবির বেনাপোল কাস্টমস, আমদানি-রফতানি ও শুল্কায়ন বন্ধ

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি | June 29, 2025

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারের দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টম হাউসের আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য চালানের শুল্কায়ন কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহবানে শনিবার সকাল থেকে সারাদেশে এই লাগাতার কর্মসূচি চলছে, যার অংশ হিসেবে বেনাপোল কাস্টম হাউসও কার্যত অচল হয়ে গেছে।

দেখা যায়, কাস্টম হাউসের মূল ফটকের সামনে আন্দোলনের ব্যানার টানানো রয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারী বা সেবাগ্রহীতাদের ভেতরে প্রবেশ করতে বা বের হতে দেখা যায়নি। আন্দোলনকারীরা ‘দেশ ও রাষ্ট্রের বৃহত্তর রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ ও টেকসই সংস্কারের লক্ষ্যে শান্তিপূর্ণ মার্চ-টু-এনবিআর’ ব্যানারে তাদের অবস্থান তুলে ধরেছেন।

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ‘মার্চ-টু-এনবিআর’ কর্মসূচিতে যোগ দিতে বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারীরা সারাদেশের অন্যান্য কাস্টমস হাউস, ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চলের কর্মীদের সাথে ঢাকার আগারগাঁও রাজস্ব ভবনের সামনে কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ গঠন সংক্রান্ত ১২ মে জারি করা অধ্যাদেশ বাতিল এবং এনবিআর চেয়ারম্যানের অপসারণ।

কমপ্লিট শাটডাউন চলছে চট্টগ্রাম কাস্টমসে, বন্ধ আমদানি-রফতানি

আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী হলেও তাদের শর্ত হলো আলোচনার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে।

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন, এনবিআর চেয়ারম্যান তাদের সমস্যার সমাধানে পদক্ষেপ না নিয়ে মিথ্যাচার করছেন।

কর্মসূচির কারণে বেনাপোল কাস্টম হাউসের প্রতিটি শাখায় কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে আমদানি-রফতানি বাণিজ্যসহ রাজস্ব আদায় ও সেবা প্রদান প্রায় বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টম হাউস সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে পণ্য চালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ হয়ে আছে। এতে বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে, যা রাজস্ব আহরণে মারাত্মক প্রভাব ফেলবে।

বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রমে অংশ নিচ্ছেন না। ফলে, আমদানি-রপ্তানি ও পণ্য শুল্কায়নের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান বলেন, কাস্টম কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে কাস্টম হাউসে কোনো কাজ হচ্ছে না। কর্মকর্তা না থাকায় বিভিন্ন ডিপোতেও কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে, এই শাটডাউন কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে আন্তর্জাতিক যাত্রীসেবা। বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে যথা নিয়মে আন্তর্জাতিক যাত্রী পারাপার কার্যক্রম চালু রয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo