অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আগামী ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (২৯ জুন) এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশ গড়তে জুলাই পদযাত্রা, মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো এনসিপি
তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে। এছাড়াও ৮ আগস্ট কোনো বিশেষ কর্মসূচি পালন করা হবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বাআলো/এস