খুলনা বিভাগ

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

খুলনা ব্যুরো খুলনা ব্যুরো | June 30, 2025

খুলনার হোগলাডাঙ্গা মোড়ে একটি ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ অন্তত আরো চারজন আহত হয়েছেন।

সোমবার (৩০ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার।

নিহতরা হলেন- হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু।

আহতরা হলেন- ইজিবাইকের যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)।

সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেলো ট্রাক, নিহত ৩

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এরপর ট্রাকটি সড়কের পাশে থাকা একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে, এতে দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই রায়হান নিহত হন।

গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা যাত্রী টিটু, চালক কবির, হাসিব, নগেন্দ্রনাথ সরকার এবং জুয়েল বাবুকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবু মারা যান।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার বলেন, হোগলাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ২ যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

স্বাআলো/এস

Shadhin Alo