রংপুর বিভাগ

শতবর্ষী গাছের ভেতরে জ্বলছে আগুন, কৌতূহলে এলাকাবাসী

রংপুর ব্যুরো রংপুর ব্যুরো | July 1, 2025

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা শতবর্ষী একটি কড়ই গাছের ভেতরে হঠাৎ আগুন ধরে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে ঘটে যাওয়া এই রহস্যময় ঘটনা দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

গাছের বাইরের অংশ স্বাভাবিক থাকলেও ভেতরের কাণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও ফায়ার সার্ভিস গাছের ভেতরের আগুন পুরোপুরি নেভাতে ব্যর্থ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছে আগুন লাগার কোনো স্পষ্ট উৎস দেখা যায়নি। কেউ কেউ ধারণা করছেন, হয়তো বজ্রপাত বা গাছের ভেতরে গ্যাস জমে থাকা থেকে এমনটা হতে পারে। তবে অনেকের কাছেই ঘটনাটি অলৌকিক বলে মনে হচ্ছে। এ ঘটনার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ কড়ই গাছটি দেখতে ছুটে আসছে।

স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জমিতে অবস্থিত। তিনি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর সব রকম চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ এবং বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। এখন তারাই গাছটির ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, তারা শুনেছেন যে কেউ ইচ্ছাকৃতভাবে গাছে আগুন ধরিয়ে দিয়েছে। আবার কেউ কেউ এটিকে ‘আল্লাহ প্রদত্ত আগুন’ হিসেবে মন্তব্য করছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তারা লোকমুখে খবর পান যে রমনা রেলস্টেশনের কাছে একটি গাছে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে তারা সত্যিই গাছের ভেতর আগুন জ্বলতে দেখেন। ফায়ার সার্ভিস চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি জেনে তারাও হতবাক। কোথা থেকে এই আগুন লাগল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে।
এক স্কুলশিক্ষার্থী জানায়, সে সকালে স্কুলে এসে জানতে পারে গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সাথে নিয়ে সে আগুন দেখতে ঘটনাস্থলে এসেছে।

শতবর্ষী এই কড়ই গাছের ভেতরে আগুন লাগার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের ব্যর্থতা এবং রহস্যময় উৎস ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

স্বাআলো/এস

Shadhin Alo