জাতীয়

৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

ঢাকা অফিস ঢাকা অফিস | July 4, 2025

দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই সতর্কতা শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে বলে আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলগুলোর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এই পূর্বাভাসে নদীপথে চলাচলরত নৌযান ও নৌযাত্রীদের সতর্কতা অবলম্বনের পরামর্শও দেয়া হয়েছে।

উল্লেখ্য, ১ নম্বর সতর্ক সংকেত বোঝায় যে অঞ্চলে স্বল্পমাত্রার ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাময়িক সতর্কতা অবলম্বন করতে হবে।

স্বাআলো/এস

Shadhin Alo