Uncategorized

কুষ্টিয়ায় হরতাল-অবরোধের বিরুদ্ধে আ.লীগের মোটরসাইকেল মিছিল

| November 18, 2023

দেশব্যপী বিএনপি-জামায়াতের সন্ত্রাসনৈরাজ্য হরতাল,অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় লাঠি হাতে মোটরসাইকেল মিছিল করেছে আওয়ামী লীগ।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে দেশের বৃহত্তম চালের মোকাম খাজানগর থেকে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স এসোসিয়েশন কুষ্টিয়ার সভাপতি আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ও বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিন্টু ফকিরের নেতৃত্বে লাঠি হাতে একটি বিশাল মোটরসাইকেল মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার বিজয় উল্লাস চত্ত্বরে সমাবেশ করে।

এসময় নেতাকর্মীরা অবরোধ হরতাল, জ্বালাও পোড়াও ও বিএনপি জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এছাড়াও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচনকে সফল করতে নৌকার পক্ষে স্লোগান দেয়া হয়।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply