Uncategorized

পটুয়াখালীতে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

| October 6, 2023

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নয়ন, সমৃদ্ধ আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়, উন্নয়ন ও শান্তি সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সদর উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (৬ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পটুয়াখালী অফির্সাস ক্লাবে উন্নয়ন, সমৃদ্ধ আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়,উন্নয়ন ও শান্তি সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. গোলাম সরোয়ার।

উন্নয়ন, সমৃদ্ধ আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়, উন্নয়ন ও শান্তি সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply