নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ চারজনের নামে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন, শহিদুল ইসলাম মিলনের বেয়াই নুরুল ইসলাম, তার স্ত্রী সামছুন নাহার ইসলাম, মিসেস রহমান শামীম, সামির ইসলাম পিয়াস।
মামলার বিবরণে যানা যায়, মামলার বাদী হামিদপুর গ্রামের আসাদুজ্জামানের বসতবাড়ি ভাঙচুর, মালামাল লুট, হুমকি ও জালিয়াতির অভিযোগ করেছেন বিজ্ঞ আদালতের কাছে।
যশোর জেলা আ.লীগের সভাপতি মিলনের তাণ্ডব, শহীদ পরিবারের বাড়িঘর ভেঙে লুটপাট
যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়া মামলাটি আমলে নিয়ে পিবিআই যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
এবিষয়ে আসাদুজ্জামান বলেন, আমাদের বাড়ি ভাঙচুরের আজ ১৭ দিন পার হলেও আমরা কোনো বিচার পাচ্ছি না। অবশেষে আদালতের দারস্থ হয়েছি। আসামিরা প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে। মামলার আলামত নষ্ট করার চেষ্টা করছে। ভাঙচুর করা বাড়ির সামনে পলিথিন টাঙ্গিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছি।
স্বাআলো/এস