ফের অবসরের ইঙ্গিত মেসির

স্পোর্টস ডেস্ক: কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার আরো একটি শিরোপার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় প্রতিযোগিতার ফাইনালে উঠলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জয়ের দিনে গোল করে বড় ভূমিকা রাখেন লিওনেল মেসি। ম্যাচসেরাও হন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ফের অবসরের ইঙ্গিত দিয়ে মেসির মন্তব্য, এটি আমাদের শেষ লড়াই।

কোপার ফাইনালে ওঠার পর মেসির ভাষ্য, ‘জাতীয় দল ও একটি গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, সেটি উপভোগ করছি। আবারো ফাইনালে ওঠা সহজ বিষয় নয়, আবারো চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে। উপভোগও করছি, এর পাশাপাশি ফিদেও (দি মারিয়া), ওটার (নিকোলাস ওটামেন্দি) মতো আমিও মনে করছি, এগুলো (আমাদের) শেষ লড়াই।

চলতি কোপায় মোটেই স্বস্তিতে নেই মেসি। আসরের শুরু থেকেই একের পর এক সহজ সুযোগ হাতছাড়া করেছেন। চোটের কারণে নিজেকে সেভাবে মেলে ধরতেও পারেননি। তবে ধীরে ধীরে ঠিকই খোলস ছেড়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। ফাইনালে ওঠার দিনে চলতি কোপায় নিজের প্রথম গোলের দেখাও পেয়েছেন। তবে ফাইনালে ওঠা সহজ ছিল না, দাবি মেসির।

অলিম্পিকের দল ঘোষণা আর্জেন্টিনার, নেই মেসি-ডি মারিয়া

বিশ্বকাপজয়ী অধিনায়কের ভাষ্যমতে, ‘আমরা এ নিয়ে টানা চতুর্থ (ফিনালাসিমাসহ) ফাইনাল খেলবো। কথাটা বলা সহজ হলেও পুরো যাত্রা অনেক কঠিন ছিলো। খারাপ পিচ, ভারী আবহাওয়া এবং এখানে খেলা বেশ কঠিন। তবুও আসুন সময়টা উপভোগ করি, সামনে আরেকটি ফাইনাল। সৃষ্টিকর্তা চাইলে গতবারের (চ্যাম্পিয়ন) মতোই হবে।

এদিকে মেসির এগুলো আমাদের শেষ লড়াই উক্তি নিয়ে কোচ স্কালোনির মন্তব্য, আমরা তাকে একা থাকতে দেই, সে জানে সেই একমাত্র নয় যে দরজা বন্ধ করতে হবে, আমাদের পক্ষ থেকে সেই পথ সবসময় খোলা। যে যতটা সময় চায়, আমাদের সঙ্গে থাকতে পারবে, এমনকি যদি সে অবসরও নিয়ে নেয়। আমরা যদি সেখানে থাকি, আমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব। সে কী চায়, তাকে সেই সিদ্ধান্ত নিতে দিন।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

যশোরে পরিবেশবাদীদের আন্দোলনের মুখে পিছু হটলো আদ্-দ্বীন কর্তৃপক্ষ

যশোর শহরের পুলেরহাট এলাকায় অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল...

আলমডাঙ্গায় যুবককে গাছে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চুরির অভিযোগে বজলু ফারাজী (৩৫) নামের...

চুকনগরে গরুর হাট দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গরুর হাট দখলকে কেন্দ্র করে...

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...