যশোর

যশোরে বাসের ধাক্কায় কিশোর নিহত

| November 25, 2023

যশোরের বেনাপোলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় রাজা বাবু (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় বেনাপোল কাগজপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

রাজা বাবু কাগজপুকুর গ্রামের মনির হোসেনের ছেলে।

এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বস্ত্র ব্যবসায়ীর মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা বাবু কাগজপুকুর বাজারে একটি গ্যারেজে কাজ করতো। দুপুরে সে খাবার কিনে রাস্তা পার হতে গেলে বেনাপোল থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স পরিবহন নামে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে ওই বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় সে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসসহ চালক ও হেলপারকে আটক করেছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply