এই সময়টি স্বপ্ন বুনন, বপন ও পরিচর্যার: নবীনবরণে শিক্ষাবোর্ড চেয়ারম্যান

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব বলেছেন, প্রযুক্তির সুফল ও কুফল সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রযুক্তিকে ব্যবহার করে জ্ঞান অর্জন করতে পারলে নিজেকে আরো সমৃদ্ধ করতে পারবে। প্রযুক্তি সুফল ব্যবহার করে নিজের স্বপ্নকে এগিয়ে নিতে হবে। নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। স্বপ্নবাজ হতে হবে। তুমি লক্ষ্যে এগিয়ে যেতে অধ্যাবসায় করতে হবে। স্বপ্নের বীজ যেমন বপণ করবে, যেমন পরিচর্যা করবে, তেমন ফসল পাবে। অর্থাৎ এই সময়টি স্বপ্ন বুনন, বপণ ও পরিচর্যার। যে যেভাবে নিজেকে প্রস্তুত করবে, সে তার স্বপ্ন সেভাবেই গড়ে উঠবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) যশোরের চৌগাছা উপজেলার এবিসিডি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

কলেজ ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিকের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় নিজেকে সীমাবদ্ধ রাখলে হবে না। নিজেকে বাইরের জগতে অবারিত রাখতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করতে হবে। তাহলেই পরিপূর্ণ শিক্ষা অর্জন সম্ভব হবে। সময়ের সঙ্গে আপডেট রাখতে হবে।

কলেজের গভর্নিংবডির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এম আবদুর রহিম, কলেজ পরিদর্শক সমীর কুমার কুণ্ডু, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম।

বক্তব্য রাখেন, কলেজের প্রাক্তন ছাত্র ও দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, নবীন শিক্ষার্থী মিতু খাতুন, সৌরভ আহমেদ লিখন, অন্বেষা রহমান, তাহিয়া, তাহসিন মিথিলা প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. জহুরুল হক ও সমাজবিজ্ঞান বিভাগের আবদুল মজিদ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র...

যশোরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে...

ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে...

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

রোদের দাপটে গরমের অনুভূতি বাড়ার সম্ভাবনার পাশাপশি সারাদেশে বজ্রসহ...