বাগেরহাটে বিষপানে আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় পারিবারিক কলহে আব্দুল মান্নান খান(৫৫) নামের এক ব্যাক্তি বিষপানে আত্মহত্যা ও শরনখোলা উপজেলায় আলামিন (২৭) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত আলামিন উপজেলার সাউথখালী তাফালবাড়ী গ্রামের ফজলু হাওলাদারের ছেলে। আর বিষপানে আত্মহত্যাকারী মান্নান খান কচুয়া উপজেলার মঘিয়া চরসোনাকড়ু গ্রামের মৃত সৈয়দ উদ্দিন খানের ছেলে। দুইটি ঘটনায় স্ব-স্ব থানায় পৃথক দুইটি অপৃমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

বাগেরহাটে তরুণীর আত্মহত্যা

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন জানান, উপজেলার মঘিয়া ইউনিয়নের জরসোনাকুড় গ্রামের আব্দুল মান্নান খান পারিবারিক অশান্তিতে পড়ে দুইদিন ধরে অনাহারে ছিলেন। বুধবার (৩ জুন) দুপুরের দিকে সে ঘরে থাকা কীটনাশক পান করে অস্বাভাবিক আচরণ করতে থাকলে তার ছেলে পিতা মান্নান কে কচুয়া হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে রেফার করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরে পুলিশ লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

বাগেরহাটে মাঠ থেকে তরুণের লাশ উদ্ধার

অপরদিকে, শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম কামরুজ্জামান খান জানান, উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী এলাকায় বুধবার (৩ জুন) সকালে বাড়ীতে বিদ্যুৎ লাইনের সংস্কারকাজ করাকালে আলামিন নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়।

স্থানীয় গ্রাম পুলিশ নান্না মিয়া এ ঘটনা ফোন করে থানায় জানালে থানা থেকে পুলিশ ফোর্স গিয়ে লাশের সুরতহাল করে। এ ঘটনায় শরনাখোলা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...