গত জুলাই মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।
রবিবার (১৫ জুন) প্রিজনভ্যানে করে অভিযুক্তদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে নেয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় অভিযুক্ত চারজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। একইসঙ্গে আদালত আগামী ১৫ জুনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্যও তদন্ত সংস্থা প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই মাসে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।
এছাড়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে এই ঘটনায় ইন্ধন জুগিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
অন্য মামলায় গ্রেফতার থাকা এই অভিযুক্তদের আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন।
স্বাআলো/এস