বেনাপোলে মাদকসহ ১৩ আসামি গ্রেফতার

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাজা উদ্ধার ও ১৩ পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে।

সোমবার ভোররাত থেকে বিকাল ৫টা পর্যন্ত থানা এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ আসামি আটক ও গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, ভবেরবেড় গ্রামের রহমত আলী (৩৩), পোড়াবাড়ি গ্রামের মেছের আলী, ভবেরবেড় গ্রামের রাজু (২৬), রঘুনাথপুর গ্রামের হৃদয় হাসান (২১), মানকিয়া গ্রামের মোসলেম মোড়ল (৪৫), একই গ্রামের আতুয়ারা বেগম (৪০), ধান্যখোলা গ্রামের রফিকুল ইসলাম (৪৫), নড়াইলের পাচকাউনিয়া গ্রামের আসলাম বিশ্বাস (৩৯), একই গ্রামের সিদ্দিক বিশ্বাস (২৪), মনির হোসেনের স্ত্রী রুমা বেগম (৩২), শাহনাজ বেগম (৩৬), তেরখাদা উপজেলার হাসমত শরীফ (৩৬) ও কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের তোতা মোল্লা (৫৩)।

এসময় বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনালে অভিযান চালিয়ে বিআরটিসির বাস থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, আটককৃতরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাদের নিদির্ষ্ট মামলায় যশোর আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...