যশোর

যশোরে একাধিক হত্যা মামলার আসামি কাজল অস্ত্রসহ আটক

| November 28, 2023

যশোরে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অপহরণ মামলার আসামি ইয়াসিন মোহাম্মদ কাজলকে (৩৫) বিদেশি অস্ত্রসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে শহরের পুরাতন কসবা কাজীপাড়া থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে গুলিভর্তি ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

আটক ইয়াসিন মোহাম্মদ কাজল পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টির মৃত আব্দুল খালেকের ছেলে।

জেলা পুলিশ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) খান মাইদুল ইসলাম রাজিবের নেতৃত্বে পুরাতন কসবা কাজীপাড়া মেইন সড়কের পাশে ইমনের মোটর গ্যারেজের সামনে থেকে কুখ্যাত সন্ত্রাসী ইয়াসিন মোহাম্মদ কাজলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার রাউন্ড গুলিভর্তি ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ডিবি জানিয়েছে, কাজলের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অপহরণসহ নানা অপরাধে অসংখ্য মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে কাজল জানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তিনি ওই পিস্তল-গুলি নিজের কাছে রেখেছিলেন।

এ ঘটনায় এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply