চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্র হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় মাদরাসাছাত্র রুবেল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন (আমৃ্ত্যু) কারাদণ্ড ও অনাদায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) অতিরিক্ত দায়রা জজ, ২য় আদালতের বিচারক মাসুদ আলী এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন আলীর ছেলে রুবেল যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র ছিলো। পড়াশোনার পাশাপাশি ব্যাটারিচালিত ভ্যান চালাতো সে। ২০২৩ সালের ২৭ জুন বিকালে আসামি সোহাগ আলী বহালগাছি মোড় থেকে কুতুবপুর যাওয়ার জন্য বলে। সেই মোতাবেক তারা রওনা হয়। পথিমধ্যে সীমান্তবর্তী কুতুবপুর মৌজার জনৈক রাজ্জাকের খেজুর বাগানে দুইজন মিলে বাগান থেকে খেজুর পাড়ে। এক পর্যায়ে আসামি সোহাগ আলী গাছের ডাল দিয়ে রুবেলের মাথায় বামদিকে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে। এরপর লাশ আগাছা দিয়ে ঢেকে ভ্যান নিয়ে পালিয়ে যায়। ডাকবাংলায় (বুড়োপাড়া) গিয়ে ভ্যান বিক্রি করার সময় স্থানীয় ব্যাক্তিদের সন্দেহ হয়। ভ্যানের গায়ে লিখে রাখা মোবাইল নম্বরে রিং দেয়। এবং জিজ্ঞেসাবাদে হত্যার কথা স্বীকার করে। স্থানীয় জনতা সরোজগঞ্জ পুলিশ ফাঁড়িতে তাকে সোর্পদ করে। পরে তার দেখানো মতে পুলিশ লাশ উদ্ধার করে। রুবেলের পিতা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এসআই হারুন উর রশীদ তদন্ত শেষে ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। আসামি সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। ২১ জন স্বাক্ষীর মধ্যে ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষর গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের কৌসূলী পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) এসএম শরীফ উদ্দীন হাসু জানান, তার স্বীকারোক্তিতে ৩০২ ধারায় বয়সের বিবেচনায় (বয়স ২৩ এর নীচে) আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেন আদালত। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সফি উদ্দীন সফি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: সাতক্ষীরায় ৫ সেনা সদস্য আহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে...

পারভেজ হত্যার প্রতিবাদে চৌগাছায় ছাত্রদলের মানববন্ধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও...

ভেঙে ফেলা হবে ঢাকার ৩৩৮২ ভবন

ঢাকা অফিস: রাজধানী ঢাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ৩৩৮২টি...

চৌগাছায় মানবপাচার প্রতিরোধে রেফারেল নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে...