নগর ভবনের গেটে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।
আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণার পরও তাকে শপথ গ্রহণ করানো না হওয়ায় এই প্রতিবাদ জানাচ্ছেন তারা।
রবিবার (১৮ মে) সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ ও অবরোধের কারণে নগর ভবনের মূল ফটকসহ সব বিভাগের গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এর ফলে সিটি কর্পোরেশনের সকল প্রকার সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিভিন্ন কাজে আসা সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। নগর ভবনের সামনে অবস্থানরত বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতেও স্লোগান দিচ্ছেন। জানা গেছে, নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দফতরে তার কার্যালয় থাকলেও বিক্ষোভের কারণে তিনি সেখানে উপস্থিত নেই।
রবিবার বিক্ষোভকারীরা শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, শপথ নিয়ে তালবাহানা চলবে না, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই, দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ ইত্যাদি স্লোগানে প্রাঙ্গণ মুখরিত করেন।
তাদের প্রধান দাবি, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হলেও গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তার বিজয় বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। ২২ এপ্রিল গেজেটও প্রকাশিত হয়েছে। আদালতের রায় এবং গেজেট অনুযায়ী ইশরাক হোসেন এখন আইনগতভাবে বৈধ মেয়র। কিন্তু গেজেট প্রকাশের ২০ দিন পার হয়ে গেলেও তাকে কেন শপথ গ্রহণ করানো হচ্ছে না, তার সঠিক ব্যাখ্যা দাবি করছেন তারা।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও তারা জানান।
এদিন বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি গোলাপ শাহ মাজার, গুলিস্তান, প্রেসক্লাব, শিক্ষা ভবন হয়ে আবার নগর ভবনে ফিরে আসে।
উল্লেখ্য, গত শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল এবং সব আইনি পদক্ষেপ মেনে তারা রায় পেয়েছেন।
তিনি আরো বলেন, আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন। গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তিনি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
স্বাআলো/এস