কৃষি প্রণোদনা উৎপাদন বাড়াবে

সম্পাদকীয়: দেশে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করতে বছর কয়েক হলো ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আর এ উদ্দেশ্যে ক্রমেক্রমে কৃষি প্রণোদনা বাড়ানো হয়েছে।

ইতোমধ্যে বিপুল সংখ্যক কৃষককে বীজ ও সার দেয়া হয়েছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আধুনিক কৃষি গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও সপ্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে এই সরকার
কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ও অগ্রগতি সাধন করেছে। জলবায়ু পরিবর্তন ও অন্যান্য প্রাকৃতিক কারণে সৃষ্ট বৈরী পরিস্থিতি মোকাবেলা ও কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার সব সময় কৃষকদের পাশে থেকে সহায়তা দিয়ে আসছে।

কৃষি যে দেশের চালিকা শক্তি সেই দেশে কৃষক অবহেলিত থাকতে পারে না। বর্তমান সরকার বিষয়টি যথার্থই অনুধাবন করেছে। দেশের সব খাতই সরকারি সাহায্য পায়। এতদিন কৃষিতে কোনো সাহায্য সহযোগিতা করতে দেখা যেতো না। ফসল ভালো হোক মন্দ হোক তার সবটুকু কৃতিত্ব ছিলো কৃষকের। কৃষক জাতির মেরুদন্ড শুধু কাগজে-কলমে দেখা যেতো। এর কোনো প্রকৃত মূল্যায়ন ছিল না। বর্তমান কৃষক বান্ধব সরকার উৎপাদনকারীদের কৃষকদের মূল্যায়ন করছে। আর এ কারণেই তাদেরকে কৃষিতে প্রণোদনা দেয়া হচ্ছে। সরকারের এ কর্মসূচিতে কৃষকরা উৎসাহিত হবে।

এতে উৎপাদন বাড়বে। এতে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক সাড়া পড়বে তাতে কোনো সন্দেহ নেই। কৃষির অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ প্রণোদনা খাদ্যশস্য উৎপাদন আগের তুলনায় রেকর্ড পরিমাণ বাড়বে। উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে সরকারের লক্ষ্য পূরণ হলে আমাদের আমদানি নির্ভরতা কমে আসবে। অতীত কাল থেকে আমাদের সুনাম রয়েছে সোনার বাংলা বলে। বিশ্বব্যাপী স্বীকৃত ছিলো এ দেশের মাটিতে সোনা ফলে। কিন্তু দেশকে আজ আদা ও পেঁয়াজের একটি কৃষিপণ্য আমদানি করতে হয়। যে দেশ থেকে আদা-পেঁয়াজ আমদানি করা হয় তারাও তো মাটিতে তা উৎপাদন করে।

সেই মাটি তো আমাদেরও আছে। তার পরও আমাদেও মাটিতে সোনা ফলে। আমাদের যদি এই উপলব্ধি ঘটে যে আমাদের এই সোনা ফলা মাটিতেই আমাদের চাহিদা পূরণের সব পণ্য উৎপাদন করবো তা হলে আমরা এগিয়ে যেতে পারবো। কৃষি প্রণোদনা প্রমাণ করে উৎপাদনে সরকার আন্তরিক। সরকারের এই আন্তরিকতা আমাদের কৃষিকে এগিয়ে নেবে বলে আমাদের বিশ্বাস।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় আসাদুল (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ...

নদী ভাঙন রোধ ও রেগুলেটর চালুর দাবিতে কোম্পানীগঞ্জে হাজারো মানুষের মানববন্ধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বামনী...