কালীগঞ্জে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে সর্বস্বান্ত দিনমজুর

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দিনমজুর জালাল উদ্দিনের তিনটি গরুসহ গোয়াল ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর কৃষক জালাল উদ্দিন।

বুধবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপাল রায় গ্রামে এ ঘটনা ঘটে।

জালাল উদ্দিন গোপাল রায় গ্রামের গোমর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ করেই জালাল উদ্দিনের গোয়াল ঘরে আগুন জ্বলে ওঠে। এতে মুহূর্তেই তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজন চেষ্টা করে ব্যর্থ হলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আধা ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে গোয়ালঘরে থাকা তিনটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। এ ছাড়া অন্যান্য সামগ্রীও পুড়ে ছাই। এতে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর কৃষক।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আবু তাহের বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যাওয়ার মাঝপথেই আগুন নিয়ন্ত্রণের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ফিরে আসেন। কিন্তু আগুনে তিনটি গরুসহ গোয়ালঘর পুড়ে গেছে। তবে কত টাকা ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না।

ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন বলেন, কৃষি কাজ করে অনেক কষ্টে গরু তিনটি লালনপালন করেছি। গত কোরবানির ঈদে দাম কম হওয়ায় বিক্রি করতে পারিনি। তিনটি গরু প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা বিক্রি হতো। আগুনে আমার একমাত্র অবলম্বন গরু তিনটি পুড়ে মারা গেছে। আমি কীভাবে চলব এখন!

এ অবস্থায় কৃষক জালাল উদ্দিন জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

যশোরে পরিবেশবাদীদের আন্দোলনের মুখে পিছু হটলো আদ্-দ্বীন কর্তৃপক্ষ

যশোর শহরের পুলেরহাট এলাকায় অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল...

আলমডাঙ্গায় যুবককে গাছে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চুরির অভিযোগে বজলু ফারাজী (৩৫) নামের...

চুকনগরে গরুর হাট দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গরুর হাট দখলকে কেন্দ্র করে...

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...