পাকস্থলীতে ইয়াবা বহন করার কৌশলও মার খেলো

প্রবাদে আছে ‘তুমি ডালে ডালে, আমি পাতায় পাতায়।’ এরপরও পাতার ফাঁক থেকে ধরা পড়ছে পালিয়ে থাকা অপরাধী। মাদক ব্যবসায়ীরা এমনই কৌশল নিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা পড়েছে এক মাদক বহনকারী। কর্তৃপক্ষের সতর্ক দৃষ্টি এড়িয়ে পার পেলো না বহনকারী। ঢাকা বিমানবন্দরে যাত্রীর পাকস্থালীতে মিললো তিন হাজার ৫১৮ পিস ইয়াবা। এসময় ওই যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ২ অক্টোবর সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার থেকে একটি ফ্লাইটে করে ঢাকায় এসেছিলো সে ।

সে স্বীকার করে যে পাকস্থলীতে ইয়াবা বহন করছে এবং এর সম্ভাব্য পরিমাণ তিন হাজার ৫০০ পিস। যাত্রীকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ডাক্তারের তত্ত্ববধানে তার পেট থেকে ৭২টি ইয়াবা প্যাকেট উদ্ধার করা হয়।

যাত্রী জাহিদ হোসেন (২৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রতি ১০০০ পিস ইয়াবা বহনের জন্য ১০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়। এই চালান পৌঁছে দিতে পারলে সে ৪০ হাজার টাকা পেতো।

সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থা গ্রহণ করলেও ফল কিন্তু সন্তোষজনক নয়। কোন কিছুতেই মাদক ব্যবসা বন্ধ হচ্ছে না। এ ব্যবসাকে ডেডস্টপ করতে হবে। এদের যদি দমন করা যেত তা হলে এতদূর এগোতে পারতো না।
মাদককে জাতীয় জীবনের অন্যতম সমস্যা। কিন্তু মাদক ব্যবসা থেমে নেই । মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ বিভাগকে এর বিরুদ্ধে কঠোর ভূকিকা নিতেও দেখা যাচ্ছে, কিন্তু তার পরও কেন এ অবস্থা তা ভাববার বিষয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাদক ধরছে, ধ্বংস করছে, বহনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। তবু এ মাদকটির স্রোত থামছে না। দেশের প্রণানশক্তি যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। মাদককে যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।

স্বাআলো/এসএস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শার্শার সাবেক ইউপি চেয়ারম্যান তোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার ১০ নম্বর ইউনিয়ন পরিষদের...

আমরা যুদ্ধাবস্থায় আছি: প্রধান উপদেষ্টা

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্রও ততই তীব্র হচ্ছে উল্লেখ...

যশোরে সন্তানকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামের...

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...