মিলন হোসেন বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেলুন,ফেস্টুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শার্শায় উদযাপন করা হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
দিবসের এ বছরের আলোচ্য বিষয় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’।
শার্শা উপজেলা প্রশাসন ও দুর্ণীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি যথাযথভাবে পালনে দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জনসচেতনতামূলক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ডিসেম্বর) শার্শা উপজেলা প্রশাসন ও শার্শা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধণ ঘোষণা করা হয়।
শার্শা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আক্তারুজ্জামান লিটু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসান।
বর্ণাঢ্য র্যালি টি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মুখে বেনাপোল-যশোর মহাসড়কে দুর্নীতিবিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা পর্যায়ের সকল সরকারী-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শার্শা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, শার্শা উপজেলার বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন,বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আজহারুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিলন হোসেন, নাভারণ (শার্শা) হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান, শার্শা থানার এসআই কামরুল ইসলাম, যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ওমর সিয়াম।
স্বাআলো/এস