Uncategorized

হত্যাসহ ১৫ মামলার আসামি জাকির আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

| December 1, 2023

নোয়াখালীর সোনাইমুড়ীতে চারটি হত্যা মামলা, তিনটি অস্ত্র মামলাসহ ১৫ মামলার আসামি জাকির হোসেনকে  গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তার কাছ থেকে একটি বন্দুক ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।

জাকির হোসেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকির হোসেন চারটি হত্যা মামলা, তিনটি অস্ত্র মামলাসহ ১৫ মামলার আসামি। সে অস্ত্র আইনে মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply