খুলনা বিভাগ

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় খালাস পেলেন সাবেক এমপি হাবিব

| February 27, 2025

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়া শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার একাংশে সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুল ইসলাম হাবিবের ১০ বছরের কারাদণ্ড বাতিল করে খালাসের রায় দিয়েছেন হাইকোর্ট।

এই মামলায় হাবিবুল ইসলাম হাবিবের করা রিভিশন আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

তবে এই মামলার অন্য আসামিদের রিভিশন আবেদনের শুনানি না হওয়ায় তাদের বিষয়ে হাইকোর্ট কোনো রায় দেননি বলে জানান হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে শুনানি করা আইনজীবী আমিনুল ইসলাম। এই মামলায় ফাইলিং ল’ইয়ার ছিলেন হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী শাহানারা আক্তার বকুল।

২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলার এই মামলায় (সিআর-১৫১/১৫ কলারোয়া) ২০২১ সালের ৪ এপ্রিল সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবীর রায় ঘোষণা করেন। রায়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। পরবর্তী হাইকোর্টে রিভিশন আবেদন হাবিবুল ইসলাম হাবিব। এ মামলায় আরো দুইটি অংশে (এসটিসি-২০৭ ও ২০৮/১৮) তাকে কারাদণ্ড দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালত।

স্বাআলো/এস

Shadhin Alo