যশোর

যশোরে জুটমিলের নারী শ্রমিককে হত্যাচেষ্টা, মামলা

| July 27, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে পূর্বশত্রুতার জের ধরে লাকী বেগম নামে আহাদ জুট মিলের এক নারী শ্রমিককে মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে।

সদর উপজেলার সীতারামপুর গ্রামের পশ্চিমপাড়া নারিকেল বাগান এলাকার কামরুল ইসলাম মোল্যার স্ত্রী সাবিনা খাতুন লতা বাদী হয়ে পাঁচজনের নামে কোতোয়ালী থানায় এই মামলাটি করেছেন।

পুলিশ এই মামলার আসামি তবিবার রহমানকে আটক করেছে।

এই মামলার অন্য আসামিরা হলো, একই গ্রামের সজিব হোসেন, মেহেদী, হাসান ও সজিব হোসেন।

বাদী লতা মামলায় বলেছেন, আসামিদের বাড়ি একই এলাকায়। সে কারণে তাদের সাথে বাদীর পরিবারের পূর্ববিরোধ চলে আসছিলো। বাদীর জা লাকী বেগম আহাদ জুটমিলে কাজ করেন। মিলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময়ে আসামিরা লাকী বেগমকে উদ্দেশ্য করে নানা ধরণের কথাবার্তা বলে। মিলে যাওয়ার সময় গত ২৫ জুলাই দুপুর আড়াইটার দিকে এলাকার উজ্জলের মোড়ে আমির মোড়লের দোকানের সামনে পৌছানো মাত্র লাকী বেগমের উপর হামলা করে। এসময় তাকে মারধরের পর তার গলায় থাকা ৪০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।

এসময় লাকী বেগমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এরপরে স্থানীয়রা উদ্ধার করে লাকী বেগমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় থানায় মামলা হলেও কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

তবে মামলার তদন্ত কর্মকর্তা চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হুমায়ুন আহমদ বলেছেন, আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

স্বাআলো/এস

Debu Mallick