ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ: পূজার শপিং করে ফেরার পথে খালা-ভাগনে নিহত

| October 11, 2023

পূজার কেনাকাটা করে ফেরার পথে দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে খালা-ভাগনে জানা গেছে।

বুধবার (১০ অক্টোবর) বোচাগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের জালগাঁও গ্রামের কুমার পাড়ার সুদেব চন্দ্র রায়ের মেয়ে চম্পা রানী রায় (২৬) ও ৫ নম্বর ছাতইল ইউনিয়নের দেউর গ্রামের বিশ্বজিত রায়ের ছেলে শিশু জয় রায় (৫)।

এ তথ্য নিশ্চিত করেন বোচাগঞ্জ থানার উপপিরিদর্শক (এসআই) রাজা।

তিনি জানান, তারা পূজার কেনাকাটা করতে যায়। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক চম্পা রানী রায় নিহত হন।

শিশু জয় রায়কে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকটালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ট্রাকচালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

স্বাআলো/এস

Leave a Reply