পটুয়াখালীতে অটিজম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

| December 5, 2023

পটুয়াখালীতে জেলা ক্রীড়া সংস্থার উ‌দ্যো‌গে ঈদগাহ মাঠ সংলগ্ন বু‌দ্ধি প্রতিব‌ন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মা‌ঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের (অ‌টিজম) সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনু‌ষ্ঠিত হ‌য়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) পটুয়াখালীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

খেলাধুলার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শারীরিক ও মানসিক যোগ্যতা অর্জনের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। চলে ঝুড়িতে বল নিক্ষেপ, বার পোস্টে বল পাসিং, বাধা টপ-কানো, দৌড়, পিলো পাসিং।

প্রতিযোগিতা শেষে সকল শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।

জেলা ক্রীড়া অফিসার সাপাতুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় শিলা রানী দাস, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা আ ন ম আমিনুল হক মামুন, প্রধান শিক্ষক পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় নূরের রশিদ মাকসুদা লাইজুসহ শিক্ষক-শিক্ষিকা, অটিজম শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

স্বাআলো/এস

Leave a Reply