জুলাই ঐক্য

আওয়ামী দোসরদের তালিকায় আছেন যেসব আমলারা

ঢাকা অফিস | May 20, 2025

আওয়ামী পুনর্বাসন ঠেকাতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে আত্মপ্রকাশ করা প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’ সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ করেছে।

মঙ্গলবার (২০ মে) জুলাই ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

এ সময় শহীদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান।

১৮ মে সচিবালয়ে থাকা ‘আওয়ামী দোসরদের’ তালিকা প্রকাশ

তালিকায় ৪৪ জন আমলার নাম রয়েছে। তারা হলেন-

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমূল আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহানা আহমেদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল্লাহ মিয়া, ভূমি আপিল বোর্ডের সচিব মো. ইব্রাহিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ডাক ও টেলি যোগাযোগ বিভাগের সচিব মুশফিকুর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান, অর্থ বিভাগের সজিব ড. খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশে পরিকল্পনা কমিশন সদস্য রুহুল আমিন, দুর্নীতি দমন কমিশন সচিব খোরশেদা ইয়াসমীন, বাংলাদেশ প্রেট্রোলিয়াম করপোরেশন চেয়ারম্যান সচিব আমিনুল আহসান, বিপিএটিসি র‌্যাকটর সচিব সাঈদ মাহবুব খান ও বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোকাব্বের।

বিস্তারিত আসছে…

স্বাআলো/এস