`ব্যাচেলর পয়েন্ট-৫’, এবার পলাশ-শিমুলদের সঙ্গে থাকছে ভূত!

দীর্ঘ প্রায় আড়াই বছর বিরতি দিয়ে আবারো ফিরতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকনন্দিত এই ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১৪ মে প্রকাশ করা হয়েছে সিজন-৫ এর ফাস্টলুক ও পোস্টার।
প্রকাশিত ফাস্টলুক ও পোস্টারে আগের সিজনগুলোর জনপ্রিয় চরিত্র রূপায়নকারী অভিনয়শিল্পী শিমুল শর্মা, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল এবং চাষী আলমের উপস্থিতি দেখা গেছে। তবে এবারের সিজনে একটি নতুন রহস্য যোগ হয়েছে – পোস্টারে তাদের সাথে একজন ভূতকেও দেখা যাচ্ছে! এই ভূত চরিত্র সম্পর্কে নির্মাতা কাজল আরেফিন অমি এখনো কোনো রহস্য উন্মোচন করেননি।
দর্শক মহলে ‘ব্যাচেলর পয়েন্টে’র তুমুল জনপ্রিয়তার পরেও কেন নতুন সিজন আসতে এত দীর্ঘ সময় লাগলো, এ প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি সংবাদ মাধ্যমকে জানান, তিনি একটি সিজন শেষ করেই চাইলে নতুন সিজন শুরু করতে পারতেন। কিন্তু তাতে বৈচিত্র্য থাকত না। প্রতিটি সিজনে দর্শকদের নতুন স্বাদ দেওয়ার জন্য তিনি পড়াশোনা, ভাবনা ও বিশ্লেষণ করেন। সিজন-৫ তৈরির জন্য তার এই সময়টুকু লেগেছে, যদিও এই সময়ে তিনি অন্যান্য কাজও করেছেন।
আসছে ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজন
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি প্রথম প্রচারিত হয় ২০১৮ সালে। একটি মেসে থাকা একদল ব্যাচেলর এবং তাদের ঘিরে থাকা বিভিন্ন চরিত্রের দৈনন্দিন জীবন, নানা মজার ঘটনা এবং হাস্যরসাত্মক সংলাপে ভরপুর এই নাটকটি খুব দ্রুতই দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। নাটকের বেশ কিছু চরিত্র যেমন দর্শকদের ভালোবাসা পেয়েছে, তেমনি কিছু চরিত্রের মুখে ব্যবহৃত সংলাপ নিয়ে সমালোচনাও হয়েছে।
ধারাবাহিকটিতে বিভিন্ন সময়ে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেলসহ আরও অনেকে।
এই ধারাবাহিকের চতুর্থ সিজন ২০২২ সালের শেষ দিকে প্রচারিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন সিজন আসার খবরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
স্বাআলো/এস