Uncategorized

বাগেরহাটে মেয়েদেরকে ইভটিজিং করার দায়ে যুবকের কারাদণ্ড

| May 25, 2024

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে স্কুলগামী মেয়েদের রাস্তায় ইভটিজিং করার দায়ে সাব্বির মোল্লা (২২) নামের একজন বখাটেকে হাতে-নাতে আটক করে ১০ দিনে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বাগেরহাটে ৩৫৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

জানা গেছে, ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের গাবখালী স্কুলের মেয়েদের যাতায়াত পথে স্থানীয় বৈলতলী ইসগেটের কাছে অবস্থান নিয়ে বখাটেরা মেয়েদের ইভটিজিং করে আসছে। বিষয়টি জানতে পেরে মেয়েদের অভিভাবকরা শনিবার (২৫ মে) সাবিবর মোল্লা নামের এক বখাটেকে হাতে-নাতে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যায়।

বাগেরহাটে সড়কে ঝরলো স্কুলছাত্রীর প্রাণ

এ অবস্থায় দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া সিদ্দিকা সেতু ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাব্বির মোল্লা কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরনের নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া সিদ্দিকা সেতু জানান, স্কুলগামী মেয়েদের রাস্তায় দাড়িয়ে উক্তাক্তকালে আটক সাব্বিল মোল্লা দোষ স্বীকার করায় দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

স্বাআলো/এস

Debu Mallick