ঝিনাইদহে কৃষকের ১০ হাজার কলা গাছ কেটে দিলো দূবৃর্ত্তরা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার শৈলকুপায় রাতের আঁধারে ২৫ কৃষকের ৪০ বিঘা জমির অন্তত ১০ হাজার কলাগাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শনিবার (৬ জুলাই) উপজেলার যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, রইচ কমান্ডারের লোকজন এই ফসল নষ্ট করে দিয়েছে। আমাদের সঙ্গে শত্রুতা থাকতে পারে। তাই বলে ফসল নষ্ট করবে। এর উপযুক্ত শাস্তি চাই।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে যুগীপাড়া গ্রামের আব্দুল হান্নানের সাথে রইচ উদ্দিন কমান্ডারের দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। রইচ কমান্ডারের লোকজনেরা আব্দুল হান্নানের অনুসারী শাহিন আলম, রেজাউল করিম, কামরুল ইসলামসহ ২৫ কৃষকের অন্তত ১০ হাজার কলা গাছ কেটে দেয়।

ভুক্তভোগী কৃষক শাহীন আলম, রেজাউল করিম ও কামরুল ইসলাম বলেন, মাঠে এসে দেখি আমাদের জমির কলা গাছ কেটে ফেলে রেখে গেছে। গাছে কাদি আসা শুরু করেছিলো। আমাদের অন্তত ১০ হাজার কলাগাছ কেটে দিয়েছে। সামাজিক দ্বন্দ্বের কারণে আমরা সবকিছু হারিয়ে ফেললাম। আমরা এর বিচার চাই।

এ অভিযোগের বিষয়ে জানতে রইচ উদ্দিন কমান্ডারের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

স্থানীয় মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ বলেন, আমি অনেক চেষ্টা করেও যুগিপাড়া গ্রামের সামাজিক দ্বন্দ্ব মেটাতে পারি নাই। একের পর এক কৃষকের বিভিন্ন ফসল কেটে বিনষ্ট করছে তারা।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ভুক্তভোগী কৃষকেরা লিখিত অভিযোগ দিলে দায়ীদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শৈলকুপার সামাজিক সহিংসতা নিরসনে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

যশোরে পরিবেশবাদীদের আন্দোলনের মুখে পিছু হটলো আদ্-দ্বীন কর্তৃপক্ষ

যশোর শহরের পুলেরহাট এলাকায় অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল...

আলমডাঙ্গায় যুবককে গাছে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চুরির অভিযোগে বজলু ফারাজী (৩৫) নামের...

চুকনগরে গরুর হাট দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গরুর হাট দখলকে কেন্দ্র করে...

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...