পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে বুধবার (১ নভেম্বর) রাতে। খুলনা থেকে রাত ৯টা ৪৫ মিনিটে রওনা দেয় সুন্দরবন এক্সপ্রেস। পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে। আর খুলনায় পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর ১টায় যশোরের বেনাপোল ছাড়বে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। ট্রেনটি আবার ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বেনাপোল আসবে সকাল ৭টা ২০ মিনিটে। এদিকে শোভন চেয়ারে ঢাকা থেকে যশোরের ভাড়া ছিলো ৫৬৫ টাকা, যা এখন ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ভাড়া কমেছে ১১০ টাকা।
রেলওয়ে পাকশির বিভাগীয় ব্যবস্থাপক নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে যাত্রীদের সুবিধার জন্য কমানো হয়েছে পদ্মা সেতু হয়ে পারাপার হওয়া ট্রেনের ভাড়া।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাতে থেকে সুন্দরবন এক্সপ্রেস এবং বৃহস্পতিবার থেকে বেনাপোল এক্সপ্রেস নতুন রুট (বেনাপোল-যশোর-খুলনা-পোড়াদহ-কুষ্টিয়া কোর্ট-রাজবাড়ি-ফরিদপুর-পদ্মা সেতু-ঢাকা কমলাপুর) দিয়ে যাতায়াত করবে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত ৭৭ কিলোমিটার দূরত্বে ভাড়া নির্ধারণ করা হয়েছে মেইল ট্রেনে ৮০ টাকা, কমিউটার ট্রেনে ১০০ টাকা, শোভন চেয়ার ২৩০ টাকা, এসি চেয়ার ৪৪৩ টাকা, এসি সিট ৫২৯ টাকা এবং এসি বার্থ ৭৯৪ টাকা।
এই পথে আন্তঃনগর ট্রেনে (নন-এসি) ভাড়া ছিলো ৩৫০ টাকা। তা কমিয়ে ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ভাড়া কমলো ১১৫ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা পথে রেল চলাচল উদ্বোধন করেন। পদ্মা সেতুতে রেল সংযোগের ফলে ঢাকা-খুলনা রুটের দূরত্ব কমবে ২১২ কিলোমিটার। সুন্দরবন এক্সপ্রেসের জন্য ২৯টি স্টেশনের এবং বেনাপোল ও মধুমতি এক্সপ্রেসের জন্য ২৮টি স্টেশন ধরে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার দূরত্ব ধরে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুকে ১৫৪ কিলোমিটার রেলপথ ধরা হয়েছে। অন্যদিকে গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ধরা হয়েছে ৫ কিলোমিটার। প্রায় ২৩ কিলোমিটার উড়ালপথকে ১১৫ কিলোমিটার রেলপথ ধরা হয়েছে। বর্তমানে দেশে লোকাল, মেইল, কমিউটার ও আন্তনগর এই চার ধরনের ট্রেন চলাচল করে। লোকাল ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি ৩৯ পয়সা। আন্তনগর ট্রেনে নন-এসি শ্রেণির কিলোমিটার প্রতি ভাড়া ১ টাকা ১৭ পয়সা, কিলোমিটার প্রতি এসি শ্রেণির ভাড়া ১ টাকা ৯৫ পয়সা।
ট্রেনের টিকিটের সাতটি শ্রেণি আছে। প্রত্যেক শ্রেণিতেই ভাড়া কমানো হয়েছে। শোভন চেয়ারে ঢাকা থেকে যশোরের ভাড়া ছিলো ৫৬৫ টাকা, যা এখন ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ভাড়া কমেছে ১১০ টাকা। ঢাকা থেকে খুলনা পথে ৬১৫ টাকার জায়গায় ভাড়া ৫০০ টাকা দিতে হবে যাত্রীদের।
স্বাআলো/এসএ