পরিচালক ছাড়াই চলছে বেনাপোল বন্দর, আমদানি-রফতানিতে ক্ষতি

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের পরিচালক না থাকায় ব্যাপক হারে ক্ষতি হচ্ছে আমদানি রফতানিতে। বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো দাবি যদি পরিচালকবিহীন বন্দর চলে তাহলে সামনে বড় ধরনের ক্ষতি হবে। তার কাছে কোনো বিষয়ে গেলে তিনি সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত দিতে পারে না। ঘন্টা পর ঘন্টা বসিয়ে রেখে তার পর সিদ্ধান্ত দিয়ে থাকে। তার কারনে অনেক আমদানি-রফতানিকারকরা অন্য বন্দরে চলে যাচ্ছে।

ব্যবসায়ীরা বলেন বেনাপোল বন্দর বাংলাদেশে বৃহত্তর স্থলবন্দর এখানে প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে জরুরি ভিত্তিতে বেনাপোল বন্দরের পরিচালক প্রয়োজন। বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো বন্দরে পরিচালক নিয়োগের দাবি করলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ইতোপূর্বে অনেক পত্র পত্রিকায় বেনাপোল স্থলবন্দরে পরিচালক পদ শূন্য এ নিয়ে লেখালেখি হলেও টনক নড়ছে না কর্তৃপক্ষ।

বেনাপোল দিয়ে যাত্রী চলাচল অর্ধেক কমেছে

নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মকর্তা বলেন রেজাউল করিম স্যারের সাথে বন্দরের চেয়ারম্যানের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক সেই কারনে তাকে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে রেখেছেন। তাদের সম্পর্ক কাজে লাগিয়ে এতো বড় বন্দরে পরিচালকবিহীন চলা খুব দুঃখজনক।

এক সিএন্ডএফ স্টাফ জানাই আমদানি-রফতানি বিষয়ে তার কাছে যাওয়ার পর তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারে না ঘন্টা পর ঘন্টা বসিয়ে রেখে ঢাকা থেকে সিদ্ধান্ত এনে তারপর সিদ্ধান্ত দিয়ে থাকে। এতে করে কাজের খুব ক্ষতি হচ্ছে।

তিনি আরো জানান, আমদানি-রফতানি হওয়ার সময় যদি ভারতের সাথে কোনো সমস্যা হয় তাহলে বতর্মান ভারপ্রাপ্ত পরিচালক মীমাংসা করতে পারে না। তখন ঘন্টার পর ঘন্টা আমদানি-রফতানি বন্ধ থাকে। ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারীদের সাথে নেই তার সুসম্পর্ক।

ইন্টারনেট সেবা বন্ধ: বেনাপোলে রাজস্ব ঘাটতি ১৫০ কোটি টাকা

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রেজাউল করিম বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি ১০ অক্টোবর ২০২৩ থেকে এখনো পর্যন্ত পরিচালকের দায়িত্ব পালন করছেন।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ সর্বশেষ ২০২৩ সালের ২২ জানুয়ারি বেনাপোল স্থলবন্দরের পরিচালক পদে মনিরুজ্জামানকে নিয়োগ দেয়। তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে পরিচালক (ট্রাফিক) পদে কোনো কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়নি।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ কামাল হোসেন জানান, বেনাপোল বন্দরে পরিচালক (ট্রাফিক) পদটি শূন্য থাকায় আমদানি রফতানি বাণিজ্য অনেক ক্ষতি হচ্ছে। সরকারের কাছে দাবি বেনাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম দূরত্ব করার লক্ষে একজন পরিচালক নিয়োগ দেয়া হোক।

বেনাপোল বন্দরে পরিচালক নিয়োগ দেয়ার বিষয়ে বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, খুব তাড়াতাড়ি পরিচালক দেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র...

যশোরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে...

ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে...

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

রোদের দাপটে গরমের অনুভূতি বাড়ার সম্ভাবনার পাশাপশি সারাদেশে বজ্রসহ...