জাতীয়

অবরোধে বাসে আগুন

| November 29, 2023

বিএনপি-জামায়াতের অষ্টম দফা অবরোধের প্রথম দিনে গাজীপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ নভেম্বর) সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, উত্তর সালনা এলাকায় বুধবার কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বাগেরহাটে যাত্রীবাহী বাসে আগুন

তিনি আরো জানান, আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে তবে কেউ হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, অবরোধকারীরা বাসে আগুন দিয়েছে।

শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply