সম্মেলনের পর এবার যশোরে উৎসবমুখর পরিবেশে চলছে জেলা বিএনপির নির্বাচন।
আলমগীর সিদ্দিকি হলের সামনে এখন বৃহৎ লাইন। সবাই ব্যস্ত পছন্দের প্রার্থীকে ভোট দিতে। দুপুর আড়াইটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহন।
এরআগে প্রথম অধিবেশনে বিএনপির সম্মেলনে যোগ দেন তারেক রহমান। তিনি দলীয় নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন। একই সাথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দলের সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান এবং যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ।
সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদ্য বিদায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম ও সাবেক ছাত্রনেতা শহিদুল বারী রবু।
এছাড়া সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন খোকন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন দেলোয়ার হোসেন।
স্বাআলো/এস