যশোরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মুজিব সড়কের একটি গলি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি ছিলেন খালি গায়ে ও পরনে ছিলো একটি লুঙ্গি। মরদেহে শনাক্তে কাজ শুরু করেছে পিবিআইসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে, মরদেহে ওই স্থানে কিভাবে আসলো তা এখনো জানা সম্ভব হয়নি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

স্থানীয়রা জানায়, প্রথমে তারা ওই গলিতে মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় আশেপাশের সবার কাছে বিষয়টি জানালে কেউই তাকে চিনতে পারেননি। এরপর তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

মাগুরায় নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে হাজির হয়। তারা ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা না হত্যা তা এখনি বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তার গায়ে কোন আঘাতের চিহৃ নেই বলে ওসি জানান।

এদিকে, খবর শুনে ঘটনাস্থলে হাজির হন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ও জুয়েল ইমরান। তারা ঘটনাস্থল পরিদর্শনসহ আশপাশের লোকজনের সাথে কথা বলেন ও সার্বিক খোঁজখবর নেন। এছাড়া, ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। পিবিআইয়ের একটি টিম বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে লাশ শনাক্তের চেষ্টা করেন। কিন্তু পরিচয় মেলেনি।

বাগেরহাটে মাঠ থেকে তরুণের লাশ উদ্ধার

এ বিষয়ে ঘটনাস্থলে আসা পিবিআই সাব ইন্সপেক্টর সঞ্চয় বিশ্বাস ও এসআই গোলাম আলী বলেন, তারা ১০ আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন। কিন্তু কোন ফলাফল আসেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ও ভাসমান নাগরিক ছিলেন।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ

ঢাকা অফিস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম...

মেহজাবীনের চোখে ‘দাগি’: শুধু সিনেমা নয়, এক অনন্য অভিজ্ঞতা!

বিনোদন ডেস্ক: এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শকদের মন...

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

লিটন ঘোষ জয়, মাগুরা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা...

কাল সারাদেশে শিক্ষার্থীদের মহাসমাবেশ

ঢাকা অফিস: ছয় দফা দাবি আদায়ের আন্দোলনে থাকা কারিগরি...