নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার কন্যাদহে চাঁদাবাজি করতে এসে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী।
শুক্রবার রাত ও শনিবার দফায় দফায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
হামলাকারীরা বিএনপির পরিচয় ব্যবহার করলেও দলটির নেতারা দাবি করেছেন, তাদের সঙ্গে এসব সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।
স্থানীয়রা জানান, জিরেনগাছার কুখ্যাত সন্ত্রাসী ডাবলুর নেতৃত্বে কন্যাদহের রেজাউল-জনি বাহিনীর অন্তত ২৫-৩০ জন সদস্য বাজারে চাঁদাবাজি করতে আসে। বাধা দিলে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। পরে তারা যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক বোমাবাজি করে। এতে রমজান, মিলন হোসেন, হাসানুর, আমিন মোড়লসহ ১০ জন আহত হন।
শার্শার কন্যাদহে বোমা হামলার ঘটনার পর এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা পিছু হটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি বোমা উদ্ধার করলেও কাউকে আটক করেনি।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, ভুক্তভোগীরা মামলা করতে আসেননি, তাই এখনো কোনো ব্যবস্থা নেয়া যায়নি।
তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী বাহিনী দখলদারি, চাঁদাবাজি ও বোমা হামলায় লিপ্ত থাকলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বিএনপির জেলা কমিটিও এক বিবৃতিতে জানিয়েছে, রেজাউল-জনি গোষ্ঠীর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছে। কিন্তু তাতেও কোনো পরিবর্তন আসেনি।
এদিকে, দিনের পর দিন চলা সহিংসতায় কন্যাদহের সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন, যেনো এলাকায় শান্তি ফিরে আসে।
স্বাআলো/এস