বেনাপোল বন্দরে বোমা হামলা, পণ্য লোড ও আনলোড বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি: অভ্যন্তরীন কোন্দলের জের ধরে বেনাপোল বন্দরের ২নং গেটের সামনে বোমা হামলার ঘটনায় বন্দরের একটি অংশের শ্রমিকরা গোডাউন থেকে মালামাল লোড আনলোড বন্ধ রেখেছে।

এর আগে শ্রমিকরা আলাউদ্দিন নামের একজনকে মারধর করে মারাত্মক জখম করে। আলাউদ্দিন বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শ্রমিকদের পিটুনিতে তার পা ভেঙে গেছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছে।

এদিকে বিকাল থেকে আলাউদ্দিনের আটক এবং বিচারের দাবিতে বন্দরের ৯২৫ রেজিষ্ট্রেশনভুক্ত বিক্ষুব্ধ শ্রমিকরা বন্দরের সামনের প্রধান সড়ক দখল করে বিক্ষোভ মিছিল করে এবং রাস্তা দখল করে রাখে। এ সময় তারা সড়কে ট্রাক আড় করে বেনাপোল চেকপোস্ট থেকে ঢাকাগামী সকল যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেয়। বন্দরের নিরাপত্তা রক্ষায় আনসার সদস্যরা বন্দরের প্রবেশ মুখে তালা ঝুলিয়ে দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি বন্দরের দখল নিতে শ্রমিক নামধারী আলাউদ্দিন বোমা হামলা করলে তাকে পিটিয়ে জখম করে। শ্রমিকরা বন্দরের সামনের সড়ক দখল করে আছে।

তবে বন্দরের শ্রমিক সংগঠন ৮৯১ স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যাচ্ছে।

৮৯১ সংগঠনের সাধারণ সম্পাদক লিটন হোসেন জানিয়েছেন, বন্দরে বিরাজমান গন্ডগোলের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের শ্রমিকরা লোড আনলোডের কাজ করছে।

সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দুই পক্ষের দ্বন্দ্বে বন্দরের কাজকর্ম বন্ধ রাখা ঠিক না। তবে অপরাধীর বিচার হওয়া উচিত।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: সাতক্ষীরায় ৫ সেনা সদস্য আহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে...

পারভেজ হত্যার প্রতিবাদে চৌগাছায় ছাত্রদলের মানববন্ধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও...

ভেঙে ফেলা হবে ঢাকার ৩৩৮২ ভবন

ঢাকা অফিস: রাজধানী ঢাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ৩৩৮২টি...

চৌগাছায় মানবপাচার প্রতিরোধে রেফারেল নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে...