Uncategorized

বাগেরহাটে ব্র্যাক কর্মীর ব্যাগ ছিনতাই, আটক ছিনতাইকারী

| December 5, 2023

বাগেরহাটের কচুয়া উপজেলায় রাস্তায় বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ব্র্যাক কর্মীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়েছে। যদিও ব্র্যাক কর্মীর আত্মচিৎকারে স্থানীয় জনতার সহায়তায় ছিনতাইকারী আটক হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) এ ঘটনায় কচুয়া থানায় একটি মামলা হয়েছে।

ঘটনাস্থলের প্রত্যদর্শীরা জানান, ব্র্যাক এনজিওর প্রোগ্রাম অফিসার রেশমা আক্তার সোমবার বাগেরহাট জেলা সদরে মিটিং এ যাওয়ার পথে কচুয়া উপজেলার ফতেপুর-কচুয়া সড়কের আক্কাস আলীর বাড়ির সামনে পৌছালে ফাঁকা রাস্তায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা কাজী সাইফুল ইসলাম নামের একজন ছিনতাইকারী রেশমা আক্তারের মোবাইল ফোন ও নগদ টাকাসহ ভ্যানিটি ছিনতাই করে। এ সময় রেশমার ডাকচিৎকারে এলাকাবাসী ঘেরাও করে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে। পরে পুলিশকে খবর দিলে কচুয়া থানা পুলিশ ছিনতাইকারী সাইফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক ছিনতাইকারী সাইফুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামের বাসিন্দা।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন হোসেন জানান, বিষয়টি জানার সাথে সাথে অফিসার পাঠিয়ে ছিনতাইকারীকে আটক করে নিয়ে এসে আইনি ব্যবস্থ গ্রহণ করা হয়েছে। ব্র্যাকের প্রোগ্রাম অফিসার রেশমা আক্তার এ ঘটনায় কচুয়া থানায় একটি ছিনতাই মামলা করেছেন। আসামিকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply