Uncategorized

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যালক-দুলাভাই নিহত

| November 25, 2023

শেরপুরে মোটর খুলে আনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে নকলায় উপজেলার গণপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদমপুর পশ্চিমপাড়া গ্রামের খোকা মিয়া (৪০) ও তার চাচাতো দুলাভাই তোফাজ্জল হোসেন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে খোকা মিয়া তার নতুন নির্মিত বাড়ির দেয়ালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। পানি দেয়া শেষ করে মোটরটি খুলে আনার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় চিৎকার শুনতে পেয়ে বাড়ির পাশ থেকে চাচাতো বোন জামাই তোফাজ্জল হোসেন তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply