যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই বহিস্কৃত সেনা সদস্য ইব্রাহিমের (৪৫) ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় জামায়াত কর্মী বলে জানা গেছে।
শনিবার (১৪ জুন) উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে ছোট ভাই কর্তৃক বড় একটি ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। পরে রাত ১০টার দিকে তিনি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
ইব্রাহিম ও রবিউল পুড়াহুদা গ্রামের রফিউদ্দীনের ছেলে।
নিহত রবিউল ইসলামের ছেলে খালিদ হাসান জানান, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে তার বাবা রবিউল ইসলামের সাথে চাচা ইব্রাহিমের বিরোধ চলছিলো। এর জের ধরে শনিবার চাচা ইব্রাহিম আমাদের রান্নাঘরের টিন বিক্রি করে দেয়। এতে বাধা দিলে ইব্রাহিম ধারালো ছুরা দিয়ে আমার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে। তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে একাধিক বিবাহ ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করার অভিযোগে ইব্রাহিম সেনা সদস্য থেকে বহিস্কৃত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, তিনি মারা গেছেন। পুলিশ ইব্রাহিমকে গ্রেফতারে অভিযানে রয়েছে।
তিনি বলেন, এখনো পযর্ন্ত লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
স্বাআলো/এস