সাতক্ষীরা সীমান্তের বিপরীতে বিএসএফের গুলি ,আতঙ্কিত স্থানীয়রা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙার শিবতলা এলাকায় চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (১৩ জানুয়ারি) এ গুলি ছোঁড়ার ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, এটা ভারতের অভ্যন্তরের বিষয়। গুলির ঘটনার সাথে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।

ভোমরা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান জানান, ভারতীয় সময় সোমবার ঘোজাডাঙার শিবতলা এলাকার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা। গুলি ছোঁড়ার তীব্র শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এটি মূলত সাউন্ডগানের গুলি।

এঘটনায় পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ভোমরার লক্ষীদাঁড়ি সীমান্ত এলাকার নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি শনিবার বিকেলে নিজেদের জমি চাষাবাদ করতে গেলে বাঁধা দেয় বিএসএফ সদস্যরা। এ নিয়ে রবিবার দুপুর একটা থেকে দুটো পর্যন্ত ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। আগামী ২০ জানুয়ারি সার্ভেয়ার নিয়ে দুই পক্ষই বৈঠকে বসবেন বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

চুকনগরে গরুর হাট দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গরুর হাট দখলকে কেন্দ্র করে...

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...