নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শিশুদের উপহার (পোশাক) বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সংগঠনের পোস্ট অফিসার পাড়ার নিজস্ব কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক, বিএসপির উপদেষ্টা ড. সবুজ শামীম আহসান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
বিএসপির সহ-সভাপতি আমির হোসেন মিলনের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এডিএম রতন, অ্যাডভোকেট মাহমুদা খানম, অরুণ বর্মণ, ভদ্রাবতী বিশ্বাস, নূরজাহান আরা নীতি ও সঞ্জয় নন্দী প্রমুখ।
স্বাআলো/এস