লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরা পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৮৩ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৫৩৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় মাগুরা পৌরসভা চত্বরে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল এই বাজেট ঘোষণা করেন।
পৌর মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোকুনুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান রানা আমীর ওসমান। বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী আহসান বারী, সাকিব আল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরুর রেজা কুটিল প্রমুখ।
উন্মুক্ত এ বাজেট অনুষ্ঠানে পৌর কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস/বি