বাগেরহাটে যাত্রীবাহী বাসে আগুন

| November 29, 2023

বাগেরহাটের রামপালে রাতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) গভীর রাতে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি বাসে দুবৃর্ত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়।

বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই বাসে আগুন দেয়া হয়।

বাসে আগুন দেয়ার খবর পেয়ে রাতেই রামপাল থানা পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস কর্মীরা এবং স্থানীয় লোকজন চেষ্টা চা‌লি‌য়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফয়লাবাজার বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে হাইওয়ে রাস্তার পাশে রাখা একটি বাসে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণ পরে রামপাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে করে।

রামপাল থানার অফিসারর ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম জানান, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে যায়। এই অগ্নিসন্ত্রাসের সাথে কারা জড়িত তাদের শনাক্ত করাসহ আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

স্বাআলো/এস

Leave a Reply